মান্দায় বিয়ে বাজার ও দুই লক্ষ টাকাসহ ৩ ভরি, স্বর্ণালংকার লুট আহত ২
নওগাঁর মান্দায় পূর্বশত্রুতা ও রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে জামায়াত কর্মী রাকিবুল ইসলামের বাবা, প্রতিবন্ধী সোলেমান আলি গাইন ও বড় ভাই, পল্লী চিকিৎসক সোহরাব হোসেন প্রসাদপুর বাজার থেকে মেয়ের বিয়ের বাজার ও ৩ ভরি স্বর্ণ অলংকার সহ বাড়ি ফিরছিলেন এসময় বাড়ি থেকে দুই-তিনশ ফিট দুরে আগে থেকে ওত পেতে থাকা আওয়ামী লীগ নেতা সাহাবুর হোসেনের নেতৃত্বে, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী লাঠি ও রড দিয়ে পিটিয়ে আহত করে। এবং বিয়ের ২ লক্ষ টাকাসহ ৩ ভরি স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। এবং একটি ইন্ডিয়ান মটর সাইকেল ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ঘটনাটি ঘটেছে মান্দা উপজেলার ১নং ভারশোঁ, ইউনিয়নের ৭নং ওয়ার্ডের, বিলউথরাইল গ্রামে এ ঘটনা ঘটে, ভূক্তভোগী জামায়াত কর্মী রাকিবুল ইসলামের বাবা,প্রতিবন্ধী সলেমান আলি গাইন এবং বড় ভাই সোহরাব হোসেন মারাত্মকভাবে আহত হয়েছেন। এখন তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ,ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জানাগেছে, বিলউথরাইল গ্রামের আওয়ামীলীগ নেতা ,সাহাবুর হোসেন ও ভুক্তভোগী একই গ্ৰামের সলেমান আলী গাহিনীর ছেলে পল্লী চিকিৎসক সোহরাব হোসেনের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে রবিবার (১৬ই ফেব্রুয়ারি) অনুমানিক, রাত ১০ টার সময় আওয়ামীলীগ নেতা, সাহাবুর হোসেনের নেতৃত্বে বেল্লাল, পিতা ছিলমেন, আমিনুল, পিতা নুজরুল,ময়নুল,মৃত পিয়ার বক্স, সুলতান, পিতা মোবারক, উজ্জল, পিতা মোবারক,ছয়ফল,পিতা মৃত আজমত, বদীউত, পিতা মৃত আজমত,নুর ইসলাম,পিতা মৃত জমির উদ্দিন, মোবারক, পিতা মৃত লকুমন্ডল, আলামিন,পিতা সাকিম সর্দার, নজরুল,পিতা মৃত লকুমন্ডল,
এসময় সংঘবদ্ধ হয়ে এসে অতর্কিতভাবে হামলা চালিয়ে আহত করে ও লুটপাট করে।
এতে ভুক্তভোগী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন। মেয়ের বিয়ে নিয়েও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।এমতাবস্থায়, তারা এর সুষ্ঠু বিচার দাবি করেন। প্রতিপক্ষ গণ প্রভাবশালী হওয়ার কারণে বর্তমানে তারা নিজ বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে আছেন। এমতাবস্থায় ,জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ শাহীনুর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি ,অভিযোগ করলে আইনগত ভাবে ব্যবস্থা নিবো বলে জানায়।