রাজশাহী নগরীতে হজ্ব যাত্রীদের কাছ থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ।
নিজস্ব প্রতিনিধি:
রাজশাহী নগরীতে ধর্মপ্রাণ মুসল্লিদের নিকট থেকে প্রায় কয়েক কোটি টাকা প্রতারণা মূলক আত্মসাতের অভিযোগ করলেন মোঃ আশরাফুল আরেফিন।এর প্রতিবাদে রাজশাহী নগরীর একমাত্র নওদাপাড়া পশু হাটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১২.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর একমাত্র পশুহাট নওদাপাড়া, সম্মুখে উক্ত মানববন্ধন কর্মসূচিতে প্রায় ৭০/৮০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন ।যার মধ্যে বেশকিছু প্রতারিত হজ্ব যাত্রী ছিলেন কিন্তু তারা সমাজের এমন স্তরের শান্তিপ্রিয় মানুষ যে, তাদের নাম প্রকাশে বিব্রত বোধ করছেন, বিধায় তারা তাদের নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন অত্র প্রতিবেদকের সঙ্গে।
বলির পাঁঠা বা ঘটনার স্বীকার মোঃ আশরাফুল আরেফিন জানান শেখ সাদী,
পিতা - মোঃ মনজুর আহমেদ, মাতা - মোসা: সালমা খাতুন,সাবেক ঠিকানা - সাং - জিন্নাহনগর, ডাক - সপুরা, থানা - বোয়ালিয়া,জেলা - রাজশাহী,
স্থায়ী ও বর্তমান ঠিকানা:সাং - উত্তর শ্রীরামপুর, ডাক -নারিকেলবাড়িয়া -৭৪৭০,থানা -বাঘারপাড়া, জেলা - যশোর এর সাথে পুরাতন গাড়ী ক্রয় বিক্রয়ের ব্যবসা করতেন ।২০২২ ইং সাল থেকে উক্ত শেখ সাদীর মাধ্যমে প্রতি বছর ১০/১২ জন নারী - পুরুষ কে হজ্ব করার জন্য সৌদি আরবে প্রেরণ করে আসছেন।
গত ২০২৪ ইং হজ্ব মৌসুমে পবিত্র হজে যাওয়ার জন্য ১৫ জন ব্যক্তির ৪০,০০,০০০/- (চল্লিশ লক্ষ) টাকা প্রদান করেন।কিন্ত একজনকেও হজে পাঠাতে না পারায় উক্ত শেখ সাদী রাজশাহী হতে পালিয়ে যায়।এদিকে টাকা প্রদানকারী ব্যক্তিগণ এর চাপ সহ্য করা তার পক্ষে অসম্ভব মনে হচ্ছে।তাই সে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি দেশবাসীর নিকট তুলে ধরার আহ্বান জানান ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।কেউ যেন তার মত প্রতারিত না হয়।
তিনি আরো জানান যে, শুধু রাজশাহী নয় চাঁপাইনবাবগঞ্জ,বগুড়া,নাটোর,
সিরাজগঞ্জ ও ঢাকাসহ অনেক জেলার মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে পলাতক রয়েছে।এই বিষয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলা করতে গেলেও থানা মামলা গ্রহণ করেনি।
উল্লেখ্য, গত শনিবার (০৮ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি নামক স্থানেও উক্ত শেখ সাদীর গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।