বগুড়ার সান্তাহার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিমের ঈদ শুভেচ্ছা বিনিময়
বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন ইউনিয়নবাসী ও দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
৩১ মার্চ ২০২৫ ইং সোমবার দুপুরে ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন সান্তাহার ইউনিয়নের প্রত্যকটি ওয়ার্ডের গ্রাম ঘুরে এলাকাবাসী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এই ঈদ শুভেচ্ছা বিনিময় ও সকলের খোঁজ-খবর নেন ৷
তিনি ঈদ শুভেচ্ছা বিনিময়কালে বলেন, 'ঈদ মানব জাতি ও জনগণকে পরিশুদ্ধ করার একটি অন্যতম দিন। এই দিন সকলের সম্পর্কে দূরত্ব পার্থক্য কাটিয়ে প্রত্যেকের মধ্যে ঐক্য গড়ে তুলতে পারে। ঈদ আনন্দ ভাগাভাগি করতে এবার জনগণের কাছে গিয়ে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মাধ্যমে সকলের কাছে দোয়া কামনা করেছেন।