Breaking News

দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের

দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের


ক্রাইম নিউজ প্রতিদিন : ডেস্ক




জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশন শেষে ২৪ ওভারে ২ উইকেটে ৮৪ রান করেছে স্বাগতিক বাংলাদেদশ। 


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩১ রানের সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। এরপর ১ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন জয় ও সাদমান। 


নবম ওভারের চতুর্থ বলে জিম্বাবুয়ের পেসার ভিক্টর নিয়ুচির বলে আউট হন ১টি চারে ১২ রান করা সাদমান। ১১তম ওভারের চতুর্থ বলে নিয়ুচির দ্বিতীয় শিকার হন জয়। ২টি চারে ১৪ রান করেন জয়।


৩২ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ৮১ বলে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম সেশন শেষ করেন মোমিনুল ও শান্ত। 


২পটি চারে মোমিনুল ২১ এবং ৫টি বাউন্ডারিতে শান্ত ৩০ রানে অপরাজিত আছেন। 

জিম্বাবুয়ের নিয়ুচি ৩৫ রানে ২ উইকেট নেন

Designed By Published.. Blogger Templates