Breaking News

প্রতিরক্ষা মন্ত্রীরির হুঁশিয়ারির পরই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু

প্রতিরক্ষা মন্ত্রীরির হুঁশিয়ারির পরই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু


ক্রাইম নিউজ প্রতিদিন : ডেস্ক




কুলগামে জঙ্গিদের খোঁজ পেতেই নিরাপত্তা বাহিনীর অভিযান, চলছে  পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ২৪ ঘণ্টা পরই এবার কুলগামে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হল নিরাপত্তা বাহিনীর।


দক্ষিণ কাশ্মীরের কুলগামের পাহাড়-জঙ্গল ঘেরা তংমার্গ এলাকায় বুধবার বিকেল থেকেই চলছে তীব্র গুলির লড়াই গোপন সূত্রে খবর পেয়েই ওই এলাকায় অভিযান চালানো হয়। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।


মঙ্গলবার দুপুরে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার জঙ্গি হামলার দায় ইতিমধ্যেই স্বীকার করেছে পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার ঘনিষ্ঠ সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’  এই জঙ্গিগোষ্ঠীরই একজন শীর্ষ কমান্ডার কুলগামের সংঘর্ষে আটকে পড়েছে বলে খবর সূত্রের। তবে পহেলগাঁওয়ে হামলার সঙ্গে জড়িত কারোর খোঁজ কুলগামে পাওয়া গিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।


এদিকে, বুধবার সকালেই জম্মু-কাশ্মীরের বারামুলায় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয় সেনার। তুমুল সংঘর্ষের পর দুই জঙ্গিকে নিকেশ করে সেনা। সংঘর্ষের পর জঙ্গিদের হেপাজত থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ এবং পাকিস্তানি মুদ্রা উদ্ধার করা হয়। অন্যদিকে, বিকেলেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়েছিলেন যে, কিছুক্ষণের মধ্যেই কাশ্মীরে জঙ্গি হামলার যোগ্য জবাব দেবে ভারত। 


শুধু হামলাকারীদের বিরুদ্ধেই নয়, নেপথ্যে থাকা মাস্টার মাইন্ডদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। এই হুঁশিয়ারির পরই এবার কুলগামে শুরু হল সেনা ও জঙ্গিদের লড়াই।

Designed By Published.. Blogger Templates