Breaking News

কিশোরগঞ্জ কাটিয়াদিতে কমিউনিস্ট পার্টির উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়

কিশোরগঞ্জ কাটিয়াদিতে কমিউনিস্ট পার্টির উদ্যোগে  স্মরণসভা অনুষ্ঠিত হয়


ক্রাইম নিউজ প্রতিদিন : ডেস্ক

 






কিশোরগঞ্জের কটিয়াদীতে মানিক খালী আঞ্চলিক শাখার সদস্য কমরেড মহির উদ্দিন মাস্টার মন্টুর  অকাল মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশর  কমিউনিস্টি পার্টির আঞ্চলিক শাখায় এই শোক সভা অনুষ্ঠিত হয়।


মানিকখালী রেলওয়ে চত্বরে   মোঃ সেলিম খানের সভাপতিত্বে শোক সভায়  এই সময় বক্তব্য রাখেন  আব্দুর রহমান রুমী ,কৃষক, ক্ষেতমজুর ও শ্রমজীবী মানুষ নানান সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কৃষি উপকরণের দাম কমাতে হবে, কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে, সকল কৃষকদের এক হয়ে কমিউনিস্টি পার্টিকে  সমর্থন দেয়ার কথা বলেন তিনি তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে । এবং  এই সময়  বক্তব্য রাখেন সৈয়দ নজরুল ইসলাম ,  মোস্তফা কামাল নান্দু সরকার ,  কমরেড রণজিৎ সরকার , শেখ জমসেদ , নুরুল ইসলাম   মোঃ  মল্লিক মিয়া সহ আরো অনেকেই 

Designed By Published.. Blogger Templates