রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
আজ ১৯ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, রাজশাহীর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স । সম্মেলনে সভাপতিত্ব করেন জনাব মো: হামিদুল ইসলাম, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, রাজশাহী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: গোলাম রাব্বানী শেখ, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড প্রসিকিউশন), আরএমপি, রাজশাহী। এই কনফারেন্সে আইন-শৃঙ্খলা রক্ষা, মামলার দ্রুত নিষ্পত্তি এবং পুলিশ ও ম্যাজিস্ট্রেসির পারস্পরিক সমন্বয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
এ সময় বিজ্ঞ বিচারকবৃন্দ, বিজিবি, কারা কর্তৃপক্ষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।