Breaking News

২২ বছর ধরে শাশুড়ির সঙ্গে যৌনতাই মত্তো জামাই

২২ বছর ধরে শাশুড়ির সঙ্গে যৌনতাই মত্তো জামাই 


অনলাইন : ডেস্ক





২২ বছর ধরে শাশুড়ির সঙ্গে যৌনতায় মত্ত জামাই! ভাইবোনের বাবা কি তাহলে স্বামীরই? হঠাৎ একদিন নিজের মা আর স্বামীকে বিছানায় যৌনতায় মত্ত হতে দেখে এই প্রশ্ন নিয়েই সন্দিহান মহিলা। ওই দৃশ্য দেখে পায়ের তলা থেকে মাটি সরে যায়। ২২ বছরের দাম্পত্য জীবনে তাঁর পিছনে এই কাণ্ড ঘটছে তা কল্পনাই করতে পারছেন না মহিলা। এই খবর শুনে হতবাক নেটপাড়া।


ব্যাপারটা ঠিক কী? জীবনের এই কঠিন সময়ের কথা নিজেই সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মহিলা। পনেরো বছর বয়সে তিনি একটি ছেলের প্রেমে পড়েছিলেন। দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সতেরো বছর বয়সে জানতে পারেন তিনি মা হতে চলেছেন। তাই প্রেমিককে নিয়ে নিজের বাড়িতে থাকতে শুরু করেছিলেন। সন্তান জন্মের পর চারহাত এক হয় তাঁদের। তারপর মা-বাবার ইচ্ছেতেই দাদুর বাড়িতে নতুন সংসার পাতেন দু’জনে। এরপর ৪ সন্তান নিয়ে সুখেই জীবন কাটছিল তাঁদের।


কিন্তু এরকম কিছু যে তাঁর জন্য অপেক্ষা করছে তা কল্পনাও করতে পারেননি মহিলা। কয়েকদিন আগে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। ফিরে এসে বাবার বাড়িতে যান তিনি। কিন্তু সেখানে গিয়েই দেখেন স্বামী আর মা বিছানায় যৌনতায় লিপ্ত। প্রথমে বিশ্বাস করতে না পারলেও বুঝতে পারেন এই সম্পর্ক একদিনের নয়। ২২ বছর ধরে দু’জনের মধ্যে এই সম্পর্ক রয়েছে।


মহিলার জানান, সেদিন লজ্জা পাওয়া দূর মা উলটে তাঁকেই অপমান করে বাড়ি থেকে বের করে দেন। তবে স্বামী সবটাই স্বীকার করে নিয়েছেন। তিনি জানান সেই ১৮ বছর বয়স থেকেই শাশুড়ির সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। মহিলা কথায়, তাঁদের বিয়ের পরে মা একাধিক সন্তানের জন্ম দিয়েছেন। এই ঘটনা জানার পর এখন তাঁর সন্দেহ, ওই ভাইবোনেরা সৎ। মা-স্বামীর সম্পর্কের ফল। পরে তিনি বাবাকে এই সমস্ত কিছু জানান। সব কিছু জানার পর তিনি ওই মহিলাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। আর মহিলাও স্বামীর সঙ্গে সম্পর্ক ভেঙে সন্তানদের নিয়ে আলাদা হয়ে গিয়েছেন।

Designed By Published.. Blogger Templates