Breaking News

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে চারজন আহত

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে চারজন আহত 


ক্রাইম নিউজ প্রতিদিন: ডেস্ক





কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছে পাকিস্তানের বেলুচিস্তান। 


শুক্রবার (২৫ এপ্রিল) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে এ ঘটনা ঘটে। 


ভয়াবহ এই হামলায় আধাসামরিক বাহিনীর তিন সদস্য নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, বেলুচিস্তান প্রদেশে রাস্তার পাশে বোমাটি পুঁতে রাখা হয়েছিল। প্রদেশটির রাজধানী কোয়েটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত কয়লা খনির আঁতুড়ঘর মার্গাত এলাকায় এ ঘটনা ঘটে। 


তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে সন্দেহের তীর জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের ওপর। গোষ্ঠিটি প্রায়ই নিরাপত্তা বাহিনী, চীনা নাগরিক, জাতিগত পাঞ্জাবি যাত্রী এবং গোলযোগপূর্ণ প্রদেশে শ্রমিকদের লক্ষ্যবস্তু করে হামলা চালায়।


এর আগে, গত মাসে বেলুচ লিবারেশন আর্মির বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী শত শত যাত্রী নিয়ে একটি ট্রেন ছিনতাই করে। পরে ট্রেনটি উদ্ধার করতে গিয়ে ২৩  জন সেনা, তিন রেলওয়ে কর্মচারী এবং পাঁচ যাত্রী নিহত হয়। এতে অন্তত ৩৩ বিদ্রোহীও নিহত হয়েছে।


উল্লেখ্য, প্রতিবেশী দেশ আফগানিস্তান ও ভারতকে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের সমর্থন করার জন্য অভিযুক্ত করে আসছে পাকিস্তান। যদিও নয়াদিল্লি এবং কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।

Designed By Published.. Blogger Templates