র্যাবের নতুন উইং কমান্ডারের দায়িত্ব পেলেন ইন্তেখাব চৌধুরী
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালকের (মুখপাত্র) দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বর্তমান মুখপাত্র লে. কর্নেল আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
বুধবার (২৩ এপ্রিল) রাতে র্যাব সদর দপ্তরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ইন্তেখাব চৌধুরী সর্বশেষ র্যাব-১৩ এর অধিনায়ক ছিলেন। সম্প্রতি ইন্তেখাব চৌধুরীকে র্যাব সদর দপ্তরে পদায়ন করা হয়। মেধাবী ও সাহসী কর্মকর্তা হিসেবে বাহিনীতে তার সুনাম রয়েছে।
ঠাকুরগাঁওয়ে দুই মেধাবী শিক্ষার্থী মাসুমা আক্তার হীরা ও শ্রাবণী রাণী আর্থিক অনটনে মেডিকেলে ভর্তি হতে পারছিলেন না। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে ওই দুই শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নেন র্যাবের এই কর্মকর্তা। পরিবারের সচ্ছলতা ফেরাতে তিনি দুজনের পরিবারকে উপহার হিসেবে বাছুরসহ গাভী ও ভর্তির জন্য আর্থিক সহায়তা করেন। যা দেশজুড়ে প্রশংসিত হয়।