ছাত্রদল নেতার মাকে রক্ত দিলেন শিবির নেতা
রাজশাহীর বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক রাকিবুল ইসলামের মাকে রক্ত দিয়েছেন ছাত্রশিবিরের বানেশ্বর আদর্শ থানা শাখার সভাপতি আশরাফুল ইসলাম।
শুক্রবার সকালে রাকিবুল ইসলামের মা কিডনি জটিলতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তার ৩ ব্যাগ রক্তের প্রয়োজন ছিল। শেষ ব্যাগ ম্যানেজ করতে না পারায় চিন্তায় পড়ে যান রাকিবুল।
এসময় ছাত্রশিবিরের সাথে যোগাযোগ করলে বানেশ্বর আদর্শ থানা শাখার সভাপতি আশরাফুল ইসলাম নিজেই রক্ত দিতে এগিয়ে আসেন। এতে কৃতজ্ঞতা প্রকাশ করেন রাকিবুল ইসলাম। দল-মত নির্বিশেষে একজন বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ানোই হলো মানবতা।