কাশিয়াডাঙ্গা চেকপোস্ট পরিদর্শন করলেন পুলিশ কমিশনার মহোদয়
আজ ১৯ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০:৩০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় কাশিয়াডাঙ্গা চেকপোস্ট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শন করেন। তিনি চেকপোস্টের নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন তল্লাশির কার্যক্রম ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে আরও পেশাদারিত্ব ও আন্তরিকতা প্রদর্শনের নির্দেশনা প্রদান করেন।
এসময় তাঁর সঙ্গে ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মো: নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জনাব দীন মোহাম্মদ ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জনাব পংকজ কুমার দেসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।