Breaking News

মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা

 মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা


অনলাইন : ডেস্ক





দুটি মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, আমরা আশকেলন এবং উম্মে আল-রাশরাশে দুটি লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে সামরিক অভিযান পরিচালনা করেছি। এ অভিযানে মার্কিন বিমানবাহী রণতরী ট্রুম্যান ও ভিনসন এবং তাদের নৌযানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন সারি। খবর আল জাজিরার। এর আগে, মার্কিন বাহিনী ইয়েমেনের একটি জনবহুল বাজারে বোমা হামলা চালিয়ে কমপক্ষে ১২ জনকে হত্যা করে। ট্রাম্প প্রশাসন বলছে, এই হামলার লক্ষ্য হলো লোহিত সাগরে জাহাজগুলোকে হুমকি দেয়া বন্ধ করতে হুতিকে বাধ্য করা, যা আন্তর্জাতিক বাণিজ্যের একটি প্রধান পথ। ২০২৩ সালের নভেম্বর থেকে, গাজায় ইসরাইলের আগ্রাসনের জবাবে এবং ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে হুতিরা ইসরাইলের সাথে সম্পৃক্ত...


Designed By Published.. Blogger Templates